Phone:
+88 01927 525364, +88 01712 086102
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল (English: Tanvir Mokammel) বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ-২০২৩ পেয়েছেন। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে তাঁকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে।
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। একাডেমি আয়োজিত সাধারণ পরিষদের বার্ষিক সভায় প্রতি বছর এই ফেলোশিপ প্রদান করা হয়।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলা একাডেমির ৪৬তম বার্ষিক সভায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তানভীর মোকাম্মেলকে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ সাম্মানিক ফেলোশিপ- ২০২৩ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাওয়া সম্পর্কে তিনি বলেন:
যেকোনো স্বীকৃতিই সম্মানের। সেক্ষেত্রে বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান কর্তৃক চলচ্চিত্রে আমার অবদানের জন্য আমাকে সাম্মানিক ফেলোশিপ প্রদানে আমি বিশেষভাবে সম্মানিত বোধ করছি। ব্যক্তিগতভাবে আমি গীতার ওই দর্শনে বিশ্বাসী ‘কাজ করে যাও। ফলের প্রত্যাশা করো না। ফল তোমার জন্যে নয়’। সেভাবেই আমি সারাজীবন কাজ করে এসেছি। এখনো করছি। তবুও মাঝেমধ্যে এ ধরনের স্বীকৃতি বা পুরস্কার আনন্দ দেয় বৈ কী! বাংলা একাডেমিকে ধন্যবাদ।
তানভীর মোকাম্মেল
চলচ্চিত্রকার ও সাহিত্যিক তানভীর মোকাম্মেল তাঁর কাজের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, গণমানুষের বঞ্চনা ও অধিকারের কথা তুলে ধরেন। চলচিত্রের মধ্যে দিয়ে তিনি সমাজে আলো ছড়ানোর কাজে ব্রতি আছেন দীর্ঘ সময় ধরে। তিনি এ পর্যন্ত মোট সতেরোটি প্রামাণ্যচিত্র এবং আটটি কাহিনিচিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্র নির্মাণে তিনি মোট দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে বাংলাদেশ সরকার তানভীর মোকাম্মেলকে একুশে পদকে ভূষিত করে। তানভীর মোকাম্মেল ২০০৫ সালে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট নামে চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
তানভীর মোকাম্মেলের নতুন প্রামাণ্যচিত্র ত্রয়ী
চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বর্তমানে তিনটি প্রামাণ্যচিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাঁর নতুন তিনটি প্রামাণ্যচিত্রে বাঙালি জীবন ও সংস্কৃতির বিচিত্র দিকগুলো উঠে আসবে।
১. মতুয়ামঙ্গল
এই প্রামাণ্যচিত্রটি বাংলার মতুয়া সম্প্রদায়ের উপর নির্মিত। মতুয়ারা, যারা মূলত নিম্নবর্গের মানুষ এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিস্তৃত, তাদের জীবন, ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, এবং বর্তমান সমস্যাবলী নিয়ে এই প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে। দেড় ঘন্টার এই চিত্রনাট্যে মতুয়াদের ইতিহাস ও তাদের জীবনধারা বিশদভাবে উঠে আসবে।
২. মণিকথা
বাংলাদেশের বাম রাজনীতির এক প্রবাদ পুরুষ, কমরেড মণি সিংহের জীবন ও কর্মের উপর নির্মিত এই প্রামাণ্যচিত্রটির মাধ্যমে তাঁর সংগ্রামী জীবন, রাজনৈতিক মতাদর্শ, মানবিক গুণাবলীর দিক ও সাংগঠনিক দক্ষতার বিষয়াদি উঠে আসবে।
৩. ধলেশ্বরী কথা
এই প্রামাণ্যচিত্রটিতে ধলেশ্বরী নদীপারের বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনের সংকট ও সম্ভাবনার কথা উঠে আসবে। পাশাপাশি নদীর সঙ্গে মানুষের আন্ত:মানবিক সম্পর্ক এবং নদী সংরক্ষণের গুরুত্বসহ নানা দিক এতে চিত্রায়িত হবে।
বরাবরের মতো এই তিনটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তানভীর মোকাম্মেল বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও ঐতিহাসিক দিকগুলোকে আলোকপাত করতে যাচ্ছেন। তাঁর এই নির্মিতব্য প্রামাণ্যচিত্র ত্রয়ী দর্শকদের জন্য নতুন জ্ঞান ও ভাবনার সমারোহ হবে।