তানভীর মোকাম্মেলকে মতুয়া রত্ন সম্মান-২০২৫ প্রদান করা হবে

বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেলকে “মতুয়া রত্ন সম্মান-২০২৫”-য়ে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ

আগামী ৩১শে আগস্ট ২০২৫, শনিবার, পশ্চিমবঙ্গের বনগাঁ শহরের ত্রিকোণ পার্কে অবস্থিত নীলপদ্ম অডিটোরিয়াম-এ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হবে।

পরিচালক তানভীর মোকাম্মেল তাঁর প্রামাণ্যচিত্র “মতুয়ামঙ্গল” নির্মাণের জন্য এই সম্মাননা পাচ্ছেন। প্রামাণ্যচিত্রটি মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে “মতুয়া রত্ন সম্মান-২০২৫” গ্রহণ করার জন্য পরিচালক তানভীর মোকাম্মেলকে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

তানভীর মোকাম্মেল এর আগে দশবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেছেন। তাঁর চলচ্চিত্রগ্রন্থ ও প্রামাণ্যচিত্রসমূহ সমাজ-সংস্কৃতি, ইতিহাস ও মানবিক মূল্যবোধকে গভীরভাবে তুলে ধরার জন্য সমাদৃত।

“মতুয়া রত্ন সম্মান-২০২৫” প্রাপ্তি তানভীর মোকাম্মেল-এর দীর্ঘ সৃজনশীল সাধনা ও মানবিক দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।