Phone:
+88 01927 525364, +88 01712 086102

ব্যতিক্রমী রাজনীতিবিদ যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। নমশূদ্র ও মুসলমানদের ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী এই নেতা সাতচল্লিশের দেশভাগের আগে-পরে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
“যোগেন্দ্রকথা” শিরোনামে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটির গবেষণা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান, সম্পাদনায় ওয়াসিউদ্দিন আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সন্দীপ মিস্ত্রী।
গত ২৮শে সেপ্টেম্বর যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মভিটা বরিশালের মৈস্তারকান্দি গ্রামে ছবিটির শুটিং শুরু হয়। এ ছাড়া বরিশালের গৌরনদী ও আগৈলঝড়ার যোগেন মন্ডলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে শুটিং ও সাক্ষাৎকার ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, “যোগেন্দ্রকথা” প্রামাণ্যচিত্রটি সম্পূর্ণভাবে গণ-অর্থায়ন বা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নির্মিত হবে।
